পটুয়াখালীতে  গ্রীষ্মকালীন স্কুল ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা সম্পন্ন

পটুয়াখালীতে  গ্রীষ্মকালীন স্কুল ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা সম্পন্ন

পটুয়াখালীতে জেলা  পর্যায়ে ৪৮তম গ্রীষ্মকালীন স্কুল,মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া ও সাঁতার প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। 

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে ফাইনাল খেলা শেষ হয়।

এ্যাডভোকেট আবুল কাসেম স্টেডিয়ামে উক্ত খেলায় ফুটবল (বালক) প্রতিযোগিতায় দুমকি উপজেলা দল বাউফল উপজেলা দলকে ১-০ গোলে পরাজিত করে দুমকী চ্যাম্পিয়ন হয়েছে। বালিকা গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে বদরপুর স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়। বালক কাবাডিতে চ্যাম্পিয়ন হয়েছে কলাপাড়া উপজেলা ও বালিকা গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে আঃ হাই বিদ্যানিকেতন। 

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসাইন এর সভাপতিত্বে ৪৮তম গ্রীষ্মকালীন স্কুল,মাদ্্রাসা ও কারিগরি জেলা পর্যায়ে ক্রীড়া ও সাঁতার প্রতিযোগিতার সমাপনি ও ট্রফি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের হাতে ট্রপি তুলে দেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী। 

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজী আলমগীর, অতিরিক্ত জেলা প্রশাস(শিক্ষাও আইসিটি) মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শেখ বেল্লাল হোসেন,সহকারী জেলা শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান প্রমুখ। আগামি ২২ সেপ্টেম্বর  বরিশাল বিভাগীয় পর্যায় ৪৮তম গ্রীষ্মকালীন স্কুল,মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলগুলো অংশগ্রহন করবে বলে সংশ্লিস্ট সূত্রে জানাগেছে।